নারীর গৃহস্থলী কাজের স্বীকৃতি ও কাজের সহযোগিতা শীর্ষক সেমিনার লক্ষ্মীছড়িতে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নারীর গৃহস্থলী কাজের স্বীকৃতি ও কাজের সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর লক্ষীছড়ি উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানবাবুল চৌধুরী। খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জসীমউদ্দীন ও সহঃপরিচালক মোছাঃ রোকেয়া বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সেমিনার নারীদের বিভিন্ন কাজের উৎসাহ ও সহযোগিতা করে দেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন উপস্থিত