নারী নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে সুজন’র উদ্যোগে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি: ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে খাগড়াছড়ি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সুশীল সমাজ, সামাজিক- সাংষ্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুজন’র খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, সদস্য মুহাম্মদ আবু দাউদ।
মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন দমনে সরকারের বিশেষ নজড়দারি দেয়ার জোড়ালো দাবী জানান। একই সাথে সর্বোচ্চ শাস্তি মৃতুদন্ডের বিধান রেখে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি ও মামলার রায় কার্যকরের দাবীও জানান তারা বক্তারা।