নার্সিং কর্মকর্তা লাঞ্চিত হওয়ার প্রদিবাদে মানববন্ধন রামগড়ে
রামগড় প্রতিনিধি: সম্প্রতি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রোগীর অভিভাবক কর্তৃক কর্তব্যরত নার্সিং কর্মকর্তার উপর অপ্রীতিকর ও অপমানজক আচরণের প্রতিবাদে “মানববন্ধন” করেছে রামগড় উপজেলা শাখার বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের নার্স বৃন্দ।
রবিবার সকাল ১০টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন থেকে বক্তাগন বলেন, যদি ভুল চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হয় তাহলে রোগীর আত্মীয়স্বজনরা কর্তৃপক্ষকে অভিযোগ দিতে পারতো কিংবা আইনের আশ্রয় নিতে পারতো। কিন্তু তারা তা না করে নার্সিং কর্মকর্তাদের উপর অপ্রীতিকর ও অপমানজনক আচরণরসহ লাঞ্ছিত করে। এটা বেআইনি। আমরা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এসময় মানববন্ধনে অংশগ্রহন করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম, এনএস রিনা প্রভা বসাক, নেমতি নির্মলা পাথাং- সীমা রাণী বড়ুয়া-ফরিদা আক্তার, রঞ্জিতা বিশ্বাস, মল্লিকা দাস, মুন্না দত্ত, নার্স মিডওয়ে সোমনা দেবী চাকমাসহ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন কর্তব্যরত ডাঃ ও অফিস স্টাফ প্রমুখ।