নিখোঁজের ২দিন পর খাগড়াছড়িতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় নিখোঁজের দুইদিন পর প্রভাকর ত্রিপুরা রানা (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়ির পেছনের একটি গর্ত থেকে পুলিশ প্রভাকর ত্রিপুরা রানার লাশ উদ্ধার করে। সে খাগড়াপুর এলাকার সুরেন্দ্র ত্রিপুরার ছেলে এবং ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে ভাইয়ের বাড়িতে ঘুমায় রানা। সকাল থেকে তার কোন খোঁজ খবর না পাওয়ায় এবং বাড়ির পেছনের দরজায় রক্তের দাগ দেখে বিভিন্ন জায়গায় তার খোঁজ নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের জন্য তৈরী করা গর্তে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।