নিখোঁজ বাহার মিয়ার পরিবারের পাশে বিজিবি, অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: মহালছড়ির মাইসছড়িতে কাঠ ক্রয় করতে গিয়ে নিখোঁজ মাটিরাঙ্গার আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাক চালক মো. বাহার মিয়ার পরিবারের প্রতি সাহায্যের হ

লক্ষ্মীছড়ি কলেজ সরকারি হওয়ার খবরে আনন্দ র‌্যালি
খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত, স্ত্রী-পুত্রসহ আহত ৭
খাগড়াড়িতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত: পুলিশ কতৃক বাধা দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: মহালছড়ির মাইসছড়িতে কাঠ ক্রয় করতে গিয়ে নিখোঁজ মাটিরাঙ্গার আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাক চালক মো. বাহার মিয়ার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র পলাশপুর জোন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অভিভাবকহীন অসহায় পরিবারটিকে বিজিবি‘র পলাশপুর জোনের পক্ষ থেকে সহায্য প্রদান করা হয়।

২০মে রবিবার নিখোঁজ মো. বাহার মিয়ার স্ত্রী তহুরা বেগম ও মা আমেনা বেগমের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তাসহ রমজান মাসের জন্য ইফতার সামগ্রী প্রদান করেন বিজিবি’র পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল ইসলাম পিএসসি। এসময় বিজিবি’র পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মো. সাব্বির আহাম্মেদসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় তিনি পরিবারটির অসহায়ত্বের কথা শুনে আবেগাপ্লুত হয়ে বলেন, সকল সামর্থ্যবানদের উচিৎ নিখোঁজ এসব পরিবারের পাশে দাঁড়ানো। তাদের খোঁজ খবর নেয়া। কারণ তারাও আমাদের সমাজের অংশ। তারাও সমাজের অন্যদের মতো করে বাঁচার অধিকার রাখে।