• December 24, 2024

নিরাপদ সড়ক চাই কর্মসূচি: দীঘিনালায় স্পিড ব্রেকারকে সাদা রং করলো রোভার স্কাউট

স্টাফ রিপোর্টার: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” স্লোগানকে ধারন করে খাগড়ছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা নিরাপদ সড়ক চাই সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে।

১৭ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে কর্মসূচি উদ্ধোধন করেন, অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল তরুন কান্তি চাকমা, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক, রোভার স্কাউট লিডার (আরসএল) দুলাল হোসেন ও চেঙ্গী ওপেন রোভার স্কাউট লিডার (আরএসএল) দিদারুল আলম রাফি। পরে নিরাপদ সড়ক চাই কর্মসূচিতে ১৮ জন রোভার সদস্য দীঘিনালার মেরুং থেকে বাবুছড়া এবং দীঘিনালা উপজেলা সদরসহ ২৫টি স্পিড ব্রেকারকে সাদা রং করে দেন।

এ ব্যাপারে রোভার স্কাউট লিডার (আরসএল) দুলাল হোসেন জানান, মূলত সড়কে নিরাপদ যানবাহন চলাচল এবং দূর্ঘটনা রোধে রোভার স্কাউট এর এই সচেতনতা মূলক কর্মসূচি। এধরণের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post