‘নিরাপদ সড়ক চাই’ দাবি বাস্তবায়ন হওয়ায় মানিকছড়িতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক চাই’ ছাত্র সমাজের দাবী শতভাগ বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি বের করেছে মানিকছড়ি

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মানিকছড়িতে এক যুবকরে লাশ উদ্ধার
মানিকছড়িতে সন্ত্রাসী-সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক চাই’ ছাত্র সমাজের দাবী শতভাগ বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি বের করেছে মানিকছড়ি কলেজ ছাত্রলীগ। ৮ আগস্ট সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ, স্কুলের হাজারো ছাত্র-ছাত্রী আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেষ্টুন সম্বলিত র‌্যালিতে সম্প্রতি সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে ছাত্রসমাজের আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ছাত্র সমাজের ৯ দফা দাবী মেনে নিয়ে তা বাস্তবায়ন করেন। ফলে মানিকছড়ি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ আনন্দ র‌্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

র‌্যালিটি কলেজ মাঠ থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক হয়ে মানিকছড়ি আমতল ঘুরে উপজেলা শহীদ মিনারে সমবেত হয়। সেখানে উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন, জনগণের জন্যই তিনি রাজনীতি করেন’। তিনি সম্প্রতিকালে ছাত্রসমাজের প্রাণের দাবী‘ নিরাপদ সড়ক চাই’ এর প্রতি সমবেদনা জানিয়ে ওদের উপস্থাপিত ৯ দফা দাবী মেনে নিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র‌্যালিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, মো. জামাল হোসেন, মো. ফারুক হোসেন ও কলেজ ছাত্রলীগের সভাপতি রাজীব কুমার নাথ, সাধারণ সম্পাদক মো. হাসান, যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।