• December 9, 2024

নির্বাচনে সন্ত্রাসী গ্রুপ চাপসৃষ্টি করলে সেনাবাহিনীকে জানান -ব্রি.জে. একেএম সাজেদুল ইসলাম

বিশেষ প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জেলার মানিকছড়িতে নানান আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন হয়েছে। গুইমারা রিজিয়নের নির্দেশনায় সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বুধবার সকালে মানিকছড়ি উপজেলা টাউনহল মাঠে বেলুন উড়িয়ে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

উদ্বোধন শেষে মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক স্টল পরির্দশন করে আলোচনা সভায় অংশ নেন তিঁনি। আলোচনা সভার প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে যে কোন সন্ত্রাসী গ্রুপ চাপসৃষ্টি করলে সাথে সাথে সেনাবাহীনি কে খবর দিন। আমরা অবগত আছি পাহাড়ে আঞ্চলিক দলের ব্যানারে সন্ত্রাসীরা নির্বাচন আসলে সাধারণ মানুষের উপর বিভিন্ন চাপসৃষ্টি করে তারে আওতায় ভোট নেওয়ার ফায়দা নেয়ার চেষ্টা করে। আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী কোন সন্ত্রাসী গ্রুপের হুংকারকে ভয়করে না। আপনারা এলাকায় যে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেউ চাপসৃষ্টি করলে আপনারা সাথে সাথে সেনাবাহিনীকে খবর দিন। সাথে সাথে আইন-শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,১৪ ফিল্ড রেজিমেন্ট র্আটিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, বিএম মেজর ফাহিম মোনায়েম হোসেন , জোন উপ অধিনায়ক মেজর সালাউদ্দিন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নোমান,গুইমারা ও মানিকছড়ির থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post