• December 12, 2024

নির্বাচন পিছানোর আর কোনো সুযোগ নেই : সিইসি

ঢাকা অফিস: আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ ভোট গ্রহণ। এর পর নির্বাচন পিছানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

১২ নভেম্বর মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচনী দিকনির্দেশনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হলে এটা হবে আগামী দিনে জাতীয় নির্বাচনের মডেল। তাই আপনাদের ব্যর্থতায় নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়।’ আর সেদিকে নজর রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

ইসি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিশনার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম, কবিতা খানম, মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব।

সিইসি বলেন, ‘এরকম প্রেক্ষাপটে নির্বাচন দেশে আর হয়নি। রাষ্ট্রপতি, সেনা সমর্থন, কেয়ারটেকার পদ্ধতির অধীনে নির্বাচন হয়েছে। আর ২০১৪ সালের নির্বাচনে সব দল যায়নি। তিনি বলেন, ‘নির্বাচনে ৯৫ শতাংশ দায়িত্ব (ডিসি)আপনাদের।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post