নির্বাচন ৩০ ডিসেম্বরই : ইসি
ঢাকা অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর পেছানোর সুযোগ নেই। আগামী ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি করলে বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসে ইসি। দুপুর ১২টায় বৈঠক শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে নির্বাচন না পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্যা কমিশনারসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিং করেন।