নূরুল ইসলাম চেয়ারম্যানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: সপ্তম বারের মত নির্বাচিত স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে।
এ উপলক্ষে বাদ আসর ইসলামাবাদ মাতব্বরবাড়ী জামে মসজিদে খতমে কুরআন মাজীদ, মীলাদ মাহফিল ও কবর যিয়ারত শেষে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া বিএনপি নেতা শামীম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন নসু, মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, বিএনপি নেতা মোহাম্মদ নাছির, ইঞ্জিনিয়ার মো. জসিম, আজিম উদ্দিন চৌধুরী, প্রবাসী জসিম, জাফর, লোকমান, আবুল হাসেম, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হাসান, শাহেদ, মিলন প্রমুখ।