নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পথ সভা ও সমাবেশ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
৩১ ডিসেম্বর রোববার বিকাল থেকে খাগড়াছড়ির জেলার মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা বেলছড়ি, গোমতি ও মাটিরাঙা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, একাধিক পথসভা ও সমাবেশ করেছেন।
এ সময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, একাত্তর-পঁচাত্তরের পরাজিত শত্রুরা সারাদেশেই নির্বাচন বাতিলে উঠেপড়ে লাগে। তারা দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য ‘জ্বালাও- পোড়াও’ কর্মসূচি নিয়ে জনগণের জানমাল ধ্বংসে মেতে উঠেছে।
এ সময় সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান চাইথোং মারমা, জেলা আওয়ামী লীগ সাধারণ সহ-সভাপতি মনীর খান, সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরি, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।