• October 14, 2024

নৌমন্ত্রীর আগমন উপলক্ষে রামগড়ে প্রস্তুতি সভা

রামগড় প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের রামগড় আগমন উপলক্ষে রামগড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বিকেলে রামগড় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ একে এম আলীম উল্যাহ, জেলা পরিষদ সদস্য মংশুইপ্রু চৌধুরী অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কাদের, পৌর প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম, রামগড় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বিশ্ব ত্রিপুরা, রামগড় দক্ষিনাঞ্চল প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ। সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে ধারাবাহিকভাবে ব্রাক্ষনবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও খাগড়াছড়ির রামগড়ে নব নির্মিতব্য ভারত-বাংলাদেশ সংযোগ সেতু পরিদর্শনে করবেন মন্ত্রী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post