পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায়দের পাশে বিজিবি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায়দের পাশে বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়দ

দীঘিনালায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে সদর জোন কমান্ডারের মতবিনিময় সভা,আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ
‘করোনা’ প্রতিরোধে জীবনযুদ্ধে মানিকছড়ির জয়নাল তামান্না রতন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়দের হাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেন।

বৃহ:বার (২৩ মার্চ) সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্ণেল হাফিজুর রহমান পিএসসি প্রধান অতিথি থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

১৫০জন পরিবারের মাঝে বিতরণের ছিলো চাউল ১০কেজি, ডাল ১কেজি, ছোলা১কেজি, তেল ১ লিটার, চিনি ১কেজি, আলু ৩কেজি, লবন ১কেজি ও ঢেউটিন ১বাল্ডিল।

বিতরণ কালে লে.কর্নেল হাফিজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজানে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জীবনমান উন্নয়নে এটি বিজিবি সহায়তা মাত্র। আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি, উন্নয়নে অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এতে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ, জোন জেসিও জাহানসহ বিজিবি’র দায়িত্বরত কর্মকর্তা ও বিজিবির জোয়ানরা উপস্থিত ছিলেন।