• January 17, 2025

পরলোকে নাট্যকার দেবপ্রিয় তালুকদার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:  রাঙ্গুনিয়া উপজেলা ইছাখালী সদরস্থ মৃত কুমদ রঞ্জন তালুকদারের প্রথম পুত্র রাঙ্গুনিয়া সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নাট্যভিনেতা দেবপ্রিয় তালুকদার দেবু (৬৭) গত বুধবার রাত ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোগমন করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, ৪ ভাই, ৪ বোন সহ অসংখ্য আতœীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রয়াতের অন্তোষ্টি ক্রিয়া শেষে ইছাখালী বৌদ্ধ শ্মশানে দাহ করা হয়।

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবপ্রিয় তালুকদারের মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ¦ খলিলুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহাজাহান সিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলা সদস্য প্রমোদ বরণ বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post