পরিকল্পিতভাবে আইয়ুবকে গাড়ি চাপা দেয় শান্তি পরিবহনের ড্রাইভার

পরিকল্পিতভাবে আইয়ুবকে গাড়ি চাপা দেয় শান্তি পরিবহনের ড্রাইভার

পাহাড়ের আলো: খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় এক জিপচালককে। সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে একপর্যায়

মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত
ব্রেকিং: মাটিরাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, বিস্তারিত আসছে..
মানিকছড়িতে‘লোসেকটিল ও ইসোরাল’প্রীতি ফুটবল ম্যাচ

পাহাড়ের আলো: খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় এক জিপচালককে। সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে গ্লাস পরিষ্কার করার লাঠিযুক্ত ডাস্টার দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন জিপচালক আইয়ুব আলী। পরে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন শান্তি পরিবহনের চালক। এতে ঘটনাস্থলে মারা যান আইয়ুব।

গত ৫ জানুয়ারি খাগড়াছড়ি জেলা সদরের ৬ মাইল এলাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে এই ঘটনা ঘটে। পরদিন দুইজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে মামলা করে নিহতের ছোট ভাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি তারা। তবে এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। জব্দ বাসটি মালিকের জিম্মায় দিতে আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত। সূত্র: যমুনা টেলিভিশন।