• July 27, 2024

পাকুয়াখালীতে গণহত্যার বিচার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

 পাকুয়াখালীতে গণহত্যার বিচার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জমান ডালিম ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা ইসলাম মৌ।

বক্তারা, পাকুয়াখালী গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা সন্তু লারমার বিচারের দাবি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post