আজ পাচউবো’র পাড়া কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের ৪হাজারতম পাড়া কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১জানুয়ারী) সকাল ১০টায়

মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের হামলা: আহত ৬ নেতাকর্মী
দীঘিনালায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাঙ্গুনিয়ার কাশেম
খাগড়াছড়িতে ময়লা আর্বজনার ডাম্পিং ষ্টেশনের অভাবে দূষিত হচ্ছে নদীর পানি, স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ
রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের ৪হাজারতম পাড়া কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১জানুয়ারী) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়িতে নির্মিত পাড়া কেন্দ্রেটির উদ্বোধন করবেন তিনি।
এমনটি তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। অফিসটির সূত্রে জানানো হয়- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে রোববার সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্রান্ড বলরুম হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়িতে নির্মিত পাড়া কেন্দ্রটির উদ্বোধন করবেন।
রাজধানীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি’র সভাপতিত্বে এসময় উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদের চৌধুরী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজবী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।
এদিকে  প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়িতে উপস্থিত থাকবেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, কেন্দ্রীয় আ’লীগের সদস্য দীপংকর তালুকদার এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ এলাকার সর্বস্থরের জনগণ।