পাতাছড়া সড়ক দুর্ঘটনায় বেঁচে গেলো ২টি প্রাণ
বিএম.বাশার: খাগড়াছড়ি টু ঢাকা সড়কে রামগড় উপজেলার পাতাছড়া নামক স্থানে টার্নিং ঘুরতে একটি মটর সাইকেল ও শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মটর চালক পাপ্পু (৩০) এবং তার সহযোগী বন্ধু অন্তর(৩২) গুরুতর আহত হন।
১৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা ১০ মিনিটে খাগড়াছড়িতে ৬টি মটরসাইকেল ঘুরতে এসে দূর্ঘটনার শিকার হন। ঢাকাগামী শান্তি পরিবহন নং চট্টগ্রাম (ব-১১-০২২৩) ও মটর সাইকেল নং ঝিনাইদহ (ল-১২-১১৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটর চালক ও তার বন্ধু গুরুতর আহত হলে দ্রুত রামগড় হাসপাতালে পাঠানো হয়। শান্তি পরিবহনের চালক সতর্ক থাকায় বেঁচে গেছে ২মোটরসাইকেল আরোহী। আহতদের বাড়ি পরসাব পুর, কোটচাঁদপুর, ঝিনাইদহ জেলার বাসিন্দা। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।