পানছড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১

স্টাফ রিপোর : পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলিনগর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় মোঃ রাকিব নামে একজন গুরুতর আহত হয়েছে। জানা যায়, আলিনগর এ

লক্ষ্মীছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ছবি বদলায়ে ৭মাস ভোগ করলেন অন্যজন
রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ 
মহালছড়িতে বোনের বিরুদ্ধে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ ও জায়গা দখলের অভিযোগ

স্টাফ রিপোর : পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলিনগর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় মোঃ রাকিব নামে একজন গুরুতর আহত হয়েছে।

জানা যায়, আলিনগর এলাকা থেকে মোঃ রাকিব হোসেন মোটরসাইকেলের ভাড়া নিয়ে মুসলিমনগর যাচ্ছিল। পথিমধ্যে আলিনগর মুসলিমনগর সংযোগস্থলের নির্জন এলাকায় অজ্ঞাত নামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত রাকিবের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা হাসপাতাল ও পরে খাগড়াছড়ি জেলা হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি ওসি মোঃ দুলাল হোসেন বলেন, আমরা ঘটনা শুনেছি, শুনার পর পুলিশ পাঠিয়েছি, পুলিশ তদন্ত করে দেখছে।