পানছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ১লাখ ৫০হাজার

স্টাফ রিপোর্টার: পানছড়ি উপজেলায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ জুলাই শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পানছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।
জানা যায়, উপজেলার লতিবান ব্রিজ এলাকায় চেংগী নদীতে বালু উত্তোলনের মেশিন জব্দসহ একজনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।