ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবাসহ ১ নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর রবিবার দুপুর আড়াইটার দিকে পানছড়ি মোল্লাপাড়াস্থ আক্কাছ আল

মারমা সম্প্রাদায়ের সঙ্গে খাগড়াছড়ি জেলা বিএনপির মতবিনিময়
করোনা মোকাবিলায় রামগড়ে পৌর সভার উদ্যোগে ত্রাণ বিতরণ
লক্ষ্মীছড়ি ইউএনও’র বদলীর আদেশ বাতিল করতে হাজারো পাহাড়ি-বাঙ্গালির মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবাসহ ১ নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর রবিবার দুপুর আড়াইটার দিকে পানছড়ি মোল্লাপাড়াস্থ আক্কাছ আলীর টিলা এলাকা থেকে তাকে আটক করে।  আটক শাহানাজ বেগম (৫৫) উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস কমলা রংয়ের ইয়াবাসহ শাহানাজকে আটক করে পানছড়ি থানা পুলিশ। পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।