• July 27, 2024

পানছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ প্রার্থীর জয়

 পানছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ প্রার্থীর জয়
পানছড়ি প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত খীসা) এর প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে চন্দ্র দেব চাকমা ২৪হাজার ৮৩২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক অফ ফ্রন্ট (গণত্রান্তিক) এর প্রার্থী মিটন চাকমা আনারস প্রতীকে পেয়েছে হাজার ১৬হাজার ৩৫৭ ভোট। পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং াফিসার মৌমিতা দাশ পানছড়ি উপজেলার ২৫টি ভোট কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সৌরভ চাকমা ২৪হাজার ১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কিরণ ত্রিপুরা চশমা প্রতীকে ৭হাজার ৩১৮ ভোট পেয়েছেন। এছাড়াও পানছড়ি  প্রেসক্লাবের সভাপতি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য জয়নাথ দেব তালা প্রতীকে ৫হাজার ৪৯৪ ভোট পান। পানছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন বৈদ্যুতিক বাল্ব নিয়ে ৩হাজার ৭৩৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে পানছড়ি উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ২১হাজার ২৬৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতা চাকমা ১৮হাজার ৭ ৪৭ ভোট পেয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post