• September 11, 2024

পানছড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

 পানছড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার  পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। নিহত সাইফুল ইসলাম (১৮) পানছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের শামছুল হক এর  ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল ০৮ জুন, শনিবার বিকালে মোঃ সাইফুল (১৮) এর কাছে সিগারেট পাওয়াকে কেন্দ্র করে বাবা শামসুল হক শাসন করলে মোঃ সাইফুল (১৮) রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আনুমানিক রাত ১২ টা পর্যন্ত আশে পাশে সহ নানা জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় সকলেই ঘুমিয়ে যায় এবং রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে কাঁঠাল গাছের সাথে গোলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এলাকাবাসী তখন পুলিশকে খবর দেয়।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ  মো: শফিউল আজম ঘটনা’র সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় আনা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post