খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার বকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল উপজেলার আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।