পানছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মুদির দোকানে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি বাজারে মোঃ আল আমিন এর মুদি দোকানে আগুন লেগেছে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ইসলামী ব্যাংক এর নিচ তলায় সিড়ির পাশে দোকানের গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলা জানা যায় । তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। ধারণা করা হচ্ছে নিন্মমানের বিদ্যুৎ তারের ওয়ারিং থেকে শর্ট সার্কিট হতে পারে। আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।