পানছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ যুবক আটক

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন ০৩নং পানছড়ি সদর ইউপির ০৪নং ওয়ার্ডস্থ ইসলামপুর সাকিনের দুদুকছড়া টু পানছড়িগামী পাকা রাস্তার উপর সুমাইয়া নার্সারী এর সম্মুখে চেকপোস্ট চলাকালীন সময় ধৃত আসামী ১. মোঃ মোস্তাফা(২৫), পিতা-হাশেম মিয়া, মাতা-রাহেমা বেগম ,স্থায়ী: গ্রাম- হাসান নগর (০৬নং ওয়ার্ড, ০৩নং পানছড়ি ইউপি) , উপজেলা/থানা- পানছড়ি, জেলা -খাগড়াছড়ি, ২. মোঃ আলমগীর হোসেন(২০), পিতা-আব্দুল আজিজ, মাতা-আমেনা বেগম ,স্থায়ী: ( সাং- পশ্চিম মোল্লাপাড়া, ০১নং ওয়ার্ড, ০৫নং উল্টাছড়ি ইউপি) , উপজেলা/থানা- পানছড়ি, জেলা -খাগড়াছড়ি দের নিকট হতে ৩০০ (তিনশত)গ্রাম গাঁজা ও নীল রংয়ের একটি PLATINA মোটর সাইকেল জব্দ করা হয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পানছড়ি থানায় মামলায় রুজু করা হয়েছে এবং আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে র্সোপদ করা হবে।