পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন সুমন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টটার:-

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি শাহেদুল হোসেন সুমন।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

এডহক কমিটি গঠন সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে।

এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি শাহেদুল হোসেন সুমন, সদস্য সচিব অলি আহমেদ, সাধারণ শিক্ষক সদস্য আবুল কাশেম, অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেনে।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর শাহেদুল হোসেন সুমন বলেন, “পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনার কার্যক্রম চালিয়ে যাবো। বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

Leave a Reply