পানছড়ি ৩ বিজিবি’র সাথে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের মতবিনিময় সভা 

 পানছড়ি ৩ বিজিবি’র সাথে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের মতবিনিময় সভা 

সৈয়দ এম এ বাসার, পানছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি কর্তৃক এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে ৩ বিজিবির মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় এলাকার ২৮ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া স্থানীয় জনগনের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে নিয়মনীতির মধ্য থেকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হবে বলে অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও সাম্প্রতিক অনাকাংখিত ঘটনাসমূহের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন জোন অধিনায়ক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post