পানছড়িতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

পানছড়ি প্রতিনিধি: অতিরিক্ত মদ্যপানে পানছড়িতে সুমতি রঞ্জন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। সে আদি ত্রিপুরা পাড়ার হিরোলাল ত্রিপুরার সন্তান। ৩জুন বৃহষ্পতি

পার্বত্য চট্টগ্রামের নারীর নিরাপত্তার জন্য শান্তিচুক্তি’র বাস্তবায়ন জরুরী
মানিকছড়িতে ‘গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি’র অভিষেক
দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী উদযাপন

পানছড়ি প্রতিনিধি: অতিরিক্ত মদ্যপানে পানছড়িতে সুমতি রঞ্জন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। সে আদি ত্রিপুরা পাড়ার হিরোলাল ত্রিপুরার সন্তান। ৩জুন বৃহষ্পতিবার রাত আটটার দিকে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্দীরা জানায়, সে সব সময় অতিরিক্ত মদপান করতো। প্রতিদিনের ন্যায় আজো অতিরিক্ত মদ করে সে মৃত্যুবরণ করে। সুমতি রঞ্জনের মেয়ে লিপি ত্রিপুরা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ সময় এলাকার ইউপি সদস্য আমিরুল বশর ও মহিলা সদস্য হিরামতি বড়ুয়া উপস্তিত ছিলেন। পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, পুলিশ সরেজমিনে সবার সাথে কথা বলেছে। অতিরিক্ত মদ পানেই মৃত্যুর কথা জানিয়েছে স্থানীয়রা।