• June 16, 2024

পানছড়িতে ইউপিডিএফ’র গুলিতে জেএসএস’র কালেক্টর নিহত

পানছড়িপ্রতিনিধি:: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পদনীপাড়া এলাকায় ইউনাইট্রে পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর হামলায় জনসংহতি সমিতি জেএসএস (এমএন লারমা গ্রুপ)‘র কালেক্টর বিজয় ত্রিপুরা (৩৫) নিহত হয়েছে। ১৬ জুন শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নির্ভরযোগ্য সূত্র মতে জানা যায়, ৬বছর পূর্বে পায়ংপাড়া এলাকায় বিজয় ত্রিপুরা বিবাহ করেন। সে বর্তমানে ২ সন্তানের জনক। পদনীপাড়ায় নিজ ভূমিতে কলা গাছের চাঁরা রুপন করছিল। এমন সময়  ইউপিডিএফ এর কয়েকজন অস্ত্রধারী ব্রাশ ফায়ারে বিজয় ত্রিপুরাকে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা কেউ মুখ না খুললেও গুলির শব্দ শুনেছে বলে নিশ্চিত করেন অনেকেই।

পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এখনো লাশ হাতে পায়নি, পাইলে জানাতে পারবো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post