পানছড়িতে ইপসা শো প্রকল্পের সমাপ্তকরণ সভা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইপসা শো প্রকল্পের সমাপ্তকরণ উপলক্ষে আলোচনা সভা আজ শনিবার সকাল ১১টায় ৩নং পানছড়ি সদর ইউনিয়র পরিষদ মাঠে অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে ও শো প্রকল্পের পানছড়ি উপজেলা ব্যবস্থাপক সাংবাদিক জসিম উদ্দিনের পরিচালিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি হাসপাতালের সিভিল সার্জন মোঃ ইদ্রসি আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব বড়–য়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ১নং লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা প্রমূখ।