• December 13, 2024

পানছড়িতে ইয়াবাসহ আটক ২

 পানছড়িতে ইয়াবাসহ আটক ২

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। গত এক

সপ্তাহে পানছড়ি থানা পুলিশের এটা ছিল তৃতীয় সফল অভিযান।
পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ আনচারুল করিম জানায়, গোপন সংবাদের খবরে ৩৯০ পিচ ইয়াবাসহ ৩০’জানুয়ারী রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পানছড়ি মাদ্রাসা সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এটাই ছিল পানছড়ি থানা পুলিশের হাতে আটকের মাঝে সর্বোচ্চ সংখ্যক। আটক মংশিউ মারমা (১৮) চাউথারি মারমার সন্তান ও ঞোহ্লাবাই মারমা (১৮)মংপুথোয়াই মারমার সন্তান। তারা দু’জন মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউপির হাসপাতাল পাড়ার বসিন্দা।

পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ আনচারুল করিমের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় এসআই নাজমুল হোসাইনসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা। চলতি মাসের ২৬’জানুয়ারী একি উপজেলার আমতলি ইউপির করল্যাছড়ি গ্রামের দৌলত খাঁ নামের একজনকে ৯২ পিচ, ২৯’জানুয়ারী তবলছড়ি ইউপির ডাকবাংলা তইলাফাং এলাকার ইকবাল হোসেনকে ১৬৯ পিচ ইয়াবাসহ আটক করেছিল পানছড়ি থানা পুলিশ। পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে অত্র থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post