• July 27, 2024

পানছড়িতে কর্মশালা ও ম্যালেরিয়া দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা তথ্য অফিস আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনা মূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা ২৫ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে দিনব্যাপি কর্মশালার উদ্ধোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এতে আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা এ.এস.এম অনীক চৌধুরী, ডাক্তার সৌমেন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, রতœা তংচঙ্গা, আওয়ামী লীগ সভাপতি মোঃ বাহার মিয়া প্রমূখ। স্যানিটেশন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বন্ধ করণ, শিশু ও নারী নির্যাতনে নেতৃস্থাণীয় ব্যক্তিবর্গের যথাযথ ভূমিকা পালন প্রসংগ নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ঈমাম, সংবাদকর্মী ও মহিলা ইউপি সদস্যাগন উপস্থিত ছিলেন।

অপর দিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ‘‘ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা” এ প্রতিপাদ্যে ব্রাক স্বাস্থ্য প্রগ্রামের সহযোগীতায় বুধবার সকালে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গা, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সনজিব ত্রিপুরা, আওয়ামীলীগ সভাপতি মোঃ বাহার মিয়া, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার প্রিয় লাল চাকমা প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post