স্টাফ রিপোর্টার: পানছড়িতে গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সাত্তার (৫৮)। সে পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের ম
স্টাফ রিপোর্টার: পানছড়িতে গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সাত্তার (৫৮)। সে পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়া’র সন্তান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৭টার সময় ওসি মো: হারুনুর রশিদের নেতৃত্বে আসামির নিজ বাড়ি থেকে ৫৪০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পূর্বের আরো ৪টি মাদক মামলা রয়েছে। সে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করলে গোপন সংবাদ পেয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
COMMENTS