• February 13, 2025

পানছড়িতে গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

পানছড়ি প্রতিনিধি: পানছড়িতে গাঁজাসহ আলাল উদ্দিন (৫৮) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী আটক ব্যক্তি জিয়ানগর গ্রামের মোহব্বত আলীর ছেলে। তার কাছে ৪০০গ্রাম গাঁজা পাওয়া যায়।

রবিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সাব জোনের সেনাবাহিনীর একটা দল মোহাম্মদপুর এলাকায় অবস্থান নিয়ে তাকে আটক করে।

আটকৃকত গাঁজা ব্যবসায়ীকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে পানছড়ি সাব জোন নিশ্চিত করে। তার নামে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০১, তাং ০৪/১১/২০১৮ইং।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post