• May 22, 2024

পানছড়িতে চাকমা ভাষা লেখা কোর্সের সনদ বিতরণ

স্টাফ রিপোটারঃ- খাগড়াছড়ির পানছড়িতে চাকমা ভাষা লেখা কোর্সের সনদ আজ শুক্রবার সকাল ১১টায় বিতরণ করা হয়েছে। এ লক্ষে উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা ও চেংগী সারিবালা কলেজের প্রভাষক স্মরনিকা চাকমা। পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমার সভাপতিত্বে ও সুমঙ্গল চাকমা সঞ্চালিত সভায় আরো বক্তব্য রাখেন, চাঙমা সাহিত্য বাহ্ সংস্থার সাধারন সম্পাদক ইনজেব চাকমা, অর্থ সম্পাদক পরেশ কান্তি চাকমা প্রমূখ। উল্লেখ্য, ৩মাস ধরে প্রতি শুক্রবার চাকমা ভাষা লেখা কোর্স বিষয়ে প্রশিক্ষণ শেষে এই সনদ দেওয়া হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post