পানছড়িতে চেঙ্গী নদীর পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

পানছড়িতে চেঙ্গী নদীর পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

জুবাইর ইমন,পানছড়ি: পানছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মাঝে পিবির চাকমা (২) ও পরসা চাকমা (১১) আপন ভাই-বোন। তারা দু’জন সত্যধন পা

সজিব হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে হরতাল পালিত, কাল প্রত্যাহার
খাগড়াছড়ির আট উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ
মানিকছড়িতে আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জুবাইর ইমন,পানছড়ি: পানছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মাঝে পিবির চাকমা (২) ও পরসা চাকমা (১১) আপন ভাই-বোন। তারা দু’জন সত্যধন পাড়া (কলেজ গেইট এলাকার) পূর্ণসাধন চাকমার সন্তান। তাদের প্রতিবেশী ঝরঝরি চাকমা (১০) সুপন চাকমার মেয়ে।

২৮ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে বারটার দিকে চৌধুরী এলাকার মহামুনি বৌদ্ধ বিহার এলাকা দিয়ে বয়ে যাওয়া চেংগী নদীতে এই ঘটনা ঘটে। এই খবরে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চেংগী নদীতে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে অপরিকল্পিত ভাবে বালির বস্তার বাঁধ দেয়। যেখানে শিশুরা প্রায়ই খেলা করতে যায়। রাবার ড্যামে বাঁধ দেয়ার ফলে নদীতে পানি জমে গেলে সেই পানিতে ডুবেই ৩ জনের সলিল সমাধি ঘটে। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন পানছড়ি থানার মো: ওসি আনচারুল করিম। তিনি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও ওসি আনচারুল করিম সত্যধন পাড়াস্থ শিশুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে সবাইকে সান্তনা দেন।