• September 20, 2024

পানছড়িতে জাতীয় শোক দিবস পালিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে শোক র‌্যালী সহযোগে বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত জাতির পিতার ভাস্কার্যে পুস্পমাল্য অর্পণ করে ১মিনিট নিরবতা পালন শেষে উপজেলা আ.লীগের সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেনের পরিচালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সতীষ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমূখ।

অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post