পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণাঢ্য র‌্যালি

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ত্রিপুরা কল্যাণ সংসদের ব্যানারে বৈসু উদ্যাপন কমিটির আহবায়ক বরেন্দ্র ত্রিপুরার তত্ববধানে চৈত্রসংক্রান্ত

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থান থাকবে- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ত্রিপুরা কল্যাণ সংসদের ব্যানারে বৈসু উদ্যাপন কমিটির আহবায়ক বরেন্দ্র ত্রিপুরার তত্ববধানে চৈত্রসংক্রান্তি বৈসু ও নববর্ষ বরণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ই এপ্রিল) সকাল ৯টায় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কল্যাণ সংসদে গিয়ে শেষ হয়।

১৪২৫বঙ্গাব্দ বরণ উপলক্ষে র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালীর উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেসহ ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান, কার্বারী, নির্বাচিত জনপ্রতিনিধি, নারী, শিশু-কিশোর, আবাল-বৃদ্ধ-বনিতারা।