• May 22, 2024

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যাক্তি ‘ইউপিডিএফ’র পরিচালক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়িতে দর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক স্বসস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসিত বিকাশ খীসা’র নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী সুখময় চাকমা(৪০), প্রকাশ তারাবন চাকমা নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুজগাঙ অক্ষয়পাড়া লাকায় ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি নানিয়ারচর উপজেলার কেরেংছড়ি বলে জানাগেছে। তবে সে দীর্ঘদিন ধরে একই উপজেলার লতিবান ইউনিয়নের কুড়াদিয়া ছড়ায় বসবাস করতো বলে স্বজনরা জানিয়েছেন।

ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংস্কারপন্থী জনসংহতি সমিতির চিহ্নিত দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি নিহত যুবককে নিজেদের সংগঠনের কর্মী এবং ঘটনার সময় গণসংযোগ কাজে নিয়োজিত ছিলেন বলে দাবি করেছেন।

এদিকে জনসংহতি সমিতি (এমএন লারমা) অংশের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা এই ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে বলেন, সরকারি দায়িত্বশীল সূত্রগুলো নিহত যুবককে ‘ইউপিডিএফ’র প্রভাবশালী সশস্ত্র সংগঠক বলে জানানো হয়েছে।

পানছড়ি থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল বেশ দূর্গম। ফোর্স নিয়ে রওনা হয়েছি। মরদেহ উদ্ধারে বেশ সময় লাগতে পারে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post