পানছড়ি প্রতিনিধি: নবাগত খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের আগমন উপলক্ষে পানছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলা মিল
পানছড়ি প্রতিনিধি: নবাগত খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের আগমন উপলক্ষে পানছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পানছড়ি সাব জোনের জোন কমান্ডার বিএ মেজর সোহেল, উপজেলা আওয়ামীলী সভাপতি বাহার মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সকল বিভাগের বিভাগীয় প্রধান, হেডম্যান ও কার্বারী, নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।