• December 12, 2024

পানছড়িতে নিখোঁজ মান্নানের মরদেহ উদ্ধার

পানছড়ি প্রতিনিধি : পানছড়িতে নিখোঁজের দুই দিন পর মো. আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পানছড়ির মধ্যনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল মান্নান পানছড়ির মধ্যনগর এলাকার নৈয়ম উদ্দিনের ছেলে। ব্যাক্তিগত জীবনে বিবাহিত মো. আব্দুল মান্নান ৫ সন্তানের জনক।

নিহত মো. আব্দুল মান্নানের মেয়ে মিনারা বেগম জানায়, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি। বৃহস্পতিবার দুপুরের দিকে মধ্যনগর এলাকার খাদিজা বেগম নামে এক মহিলা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে
দুধছড়ি জঙ্গলে আব্দুল মান্নানের লাশ দেখে স্থানীয়দের খবর দিলে বিষয়টি জানাজানি হয়।

পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post