পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলার সিআর ৩০/১৩ মামলার ৬মাসের সাজা প্রাপ্ত আসামী মোঃ আবদুর রহিমকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক
পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলার সিআর ৩০/১৩ মামলার ৬মাসের সাজা প্রাপ্ত আসামী মোঃ আবদুর রহিমকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক আবদুর রহিম উপজেলার ১নং লোগাং ইউপির শান্তিনগর (গুচ্ছ গ্রাম) বাসিন্দা সিরাজ মিয়া‘র ছেলে।
পানছড়ি থানার ওসি মোঃ দুলাল হোসেন এর নির্দেশে এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। থানার ওসি মোঃ দুলাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।