পানছড়িতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহণকারী শহিদদের স্বরণে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
উপজেলা পরিষদের প্যানেল চেয়া„রম্যান মোঃ লোকমান হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড, থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল আলমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, আ‘লীগের সভাপতি মোঃ বাহার মিয়ার নেতৃত্বে আ‘লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠন, বিএনপি‘র সভাপতি মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন, সানরাইজ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল এর প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম এর নেতৃত্বে ও শিক্ষক মোঃ জালাল হোসেনের তত্ববধানে সানরাইজ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল, বিভিন্ন প্রতিষ্টান, সামজিক, সাংস্কৃতিক সংগঠন সকালে পুস্পমাল্য অর্পন করেন।
এছাড়া উপজেলা প্রশাসন, সানরাইজ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ক্রিড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।