• March 25, 2025

পানছড়িতে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার আবেদন উন্মুক্ত পদ্ধতিতে বাছাই

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার আবেদন উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। মুজিব বর্ষের ২৯জানুয়ারী বুধবার পানছড়ি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলক বড়ুয়া, ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য-সদস্যাগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পানছড়ি সদর ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য ৩৮৬জন আবেদন করেন। আবেদন যাচাই বাছাই পুর্বক প্রতিবন্ধী ভাতার ১৮২জন, বয়স্ক ভাতার জন্য ৬৪জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য ৪৯জনসহ ২৯৫জনের তালিকা চুড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া  হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post