পানছড়িতে বজ্রপাতে নিহত ১

পানছড়ি প্রতিনিধি: পানছড়িতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। ৪ মে শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতর বড় ভাই প্রিয়দর্শী চ

স্বাধীনতা দিবসে মানিকছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগে রেড ক্রিসেন্ট’র
খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও কৃত্রিম পা বিতরণ
পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধই মূল সমস্যা

পানছড়ি প্রতিনিধি: পানছড়িতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। ৪ মে শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতর বড় ভাই প্রিয়দর্শী চাকমা বলেন, নিহত জ্যোর্তিমনি চাকমা (৪০) আমার ছোট ভাই ও শান্তিপুর এলাকার বাসিন্দা বড়পেদা চাকমার ছেলে। জমিতে ধান কাটার সময় বজ্রপাতে সে নিহত হয়।

পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানান।