পানছড়িতে দলীয় সাংগঠনিক সভায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ

স্টাফ রিপোর্টার: পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার বিকালে পানছড়ি বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অ

৭বছর পর পানছড়িতে আওয়ামীলীগের কাউন্সিল হতে যাচ্ছে
নিরাপদ খাবারের কারখানা তৈরি করতে হবে: কৃষক প্রশিক্ষণে ড.মোহাম্মদ শফিউদ্দিন
গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার: পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার বিকালে পানছড়ি বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মাষ্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, উপজেলা যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল কায়েশ শিমুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীককে খাগড়াছড়িতে বিজয়ী করতে নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহবান জানান। গণতন্ত্র ফিরিয়ে আনা, খালেদা জিয়ারমুক্তি, তারেক রহমানের দেশে আসা, ওয়াদুদ ভূইয়ার হাত ধরে খাগড়াছড়িবাসীর উন্নয়নে কাজ করতে ধানের শীষ প্রতীক বিজয়ী করা ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নাই বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।