পানছড়িতে বিজিবি‘র অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্টান

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি‘কে বিদায় ও নবাগত জোন অধিনায়ক‘কে বর

রামগড়ে বিএনপির ১০ দফা দাবি ও বিদ্যুৎ এ-র দাম কমানোর দাবীতে বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত
ব্রেকিং নিউজ: খাগড়াছড়ি শহরে অরণ্য বিলাশের সামনে সড়ক দুর্ঘটনা

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি‘কে বিদায় ও নবাগত জোন অধিনায়ক‘কে বরণ অনুষ্টান আজ বৃগস্পতিবার অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে দুপুর ১২টায় বিজিবি‘র পানছড়িস্থ সদর দপ্তরে চা চক্রের আয়োজন করা হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি, নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রমূখ।

বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি উপস্থিত গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী এর সাথে পরিচয় করিয়ে দেন।

নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী তার আলোচনায় এলাকার শান্তি-শৃংখ্যালা রক্ষার স্বার্থে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।