• June 14, 2024

পানছড়িতে বিজিবির উদ্যোগে সোলার বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩বিজিবি লোগাং জোনের উদ্যেগে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে ৩ বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সোলার বিতরণ করেন।

জানা যায়, আলোকিত সীমান্ত বাস্তবায়নের লক্ষ্যে অস্বচ্ছল পরিবারের মাঝে পদক্ষেপ এনজিও‘র সার্বিক সহযোগীতায় ৪২টি সোলার প্যানেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।

এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে জোন কমান্ডার বলেন, দেশ আপনার, আমার, সকলের, তাই সকল প্রকার অপরাধ নির্র্মূলে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post